January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই ৫টি কারণেই মেয়েরা ছেলেদের ঠকায়!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

প্রেম হোক কিংবা বিয়ে। বৈধ হোক কিংবা অবৈধ। সম্পর্কে ধোঁকা দেওয়ার রীতি চলে আসছে সেই অনেক যুগ আগ থেকেই। স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে। স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে। প্রেমিক প্রেমিকাকে ঠকাচ্ছে। আবার প্রেমিকা প্রেমিককে ঠকাচ্ছে। ঠকানোর এই ট্রেন্ড যুগের পর যুগ ধরে চলে আসছে। ছেলেরা তো অনেক কারণেই মেয়েদের ঠকায়। ছেলেদের ঠকানোর হার বেশি দেখা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েরাও ছেলেদের ঠকাচ্ছে। মেয়েরা কেন বা কখন ছেলেদের ঠকায় জানেন?

১) নতুন সঙ্গীর খোঁজ পেলে : কোনো কোনো মেয়ের ক্ষেত্রে দেখা যায় তারা একজন সঙ্গীতে সুখী হতে পারেন না। আর তারা একজনের সঙ্গে বেশিদিন থাকতে পারেন না। কিছুদিন যেতে না যেতেই সঙ্গীকে একঘেয়ে মনে হতে থাকে। তখনই তারা সঙ্গীকে ঠকিয়ে অন্য সঙ্গী খোঁজে।

২) সঙ্গী তার আবেগ না বুঝলে : কোনো সম্পর্কে আবেগ থাকা খুবই জরুরি। কখনো কখনো দেখা যায় একজন আরেকজনের আবেগকে মর্যাদা দিতে চায় না। আবেগকে বুঝতেই চায় না। তখনই বিরোধ দেখা দেয়। আর তখনই মেয়েরা পুরনো সঙ্গীকে ঠকিয়ে নতুন এমন একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, যে তার আবেগকে বুঝবে, তাকে সম্মান দেবে।

৩) প্রতিশোধ নিতে : কোনো কোনো মেয়ের মধ্যে প্রচণ্ড পরিমানে প্রতিহিংসা স্পৃহা থাকে। সঙ্গী যদি আগে তার সঙ্গে কোনোভাবে বিশ্বাসঘাতকতা করে থাকে, সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সেও তখন সঙ্গীরকে ঠকায়।

৪) স্বামী-স্ত্রীর সম্পর্কে সুখী না হলে : অনেক সম্পর্কই ভেঙে যায় স্বামী-স্ত্রীর সম্পর্কের কারণে। দু’জন বিপরীত লিঙ্গের মানুষের মাঝে এ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। স্বামী-স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একে অপরের থেকে এ সম্পর্কের তৃপ্তি পেতে চায়। অনেকক্ষেত্রেই দেখা যায় স্ত্রী বা প্রেমিকা যতটা সুখ চাইছে, স্বামী বা প্রেমিক তা পূরণ করতে পারছে না। তখনই মেয়েরা এমন কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, যে তাকে সেই তৃপ্তি দিতে পারে।

৫) সম্পর্কে সুখী না হলে : অনেক সম্পর্ককেই বাইরে থেকে সুখী বলে মনে হয়। কিন্তু দেখা যায়, সব থাকা সত্ত্বেও কীসের যেন অভাবে সম্পর্কে একটা টানহীন ভাব অনুভূত হতে থাকে। এইরকম অবস্থায় মেয়েরা বেশিদিন মানিয়ে চলতে পারে না। তখনই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়।

Related Posts

Leave a Reply