কিম-ট্রাম্প বৈঠকের আগে সিঙ্গাপুরে গ্রেফতার করা হলো দক্ষিণ কোরিয়ার দুই সাংবাদিককে !
নিউজ ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার দু’জন সাংবাদিককে গ্রেফতার করলো সিঙ্গাপুর পুলিশ। ৪২ এবং ৪৫ বছরের এই দুই সাংবাদিক কোরিয়ান ব্রডকাস্টিং নিউজ নামক একটি সংবাদ মাধ্যমের কর্মী। তাদের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যকার বৈঠকের ব্যাপারে ওই দুই সাংবাদিক অনধিকার চর্চা করছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হলেও শুক্রবার সিঙ্গাপুর পুলিশের ফেসবুক পোস্ট থেকে এই খবর পাওয়া যায়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে শনিবারদিনই সিঙ্গাপুরে পৌঁছবেন কিম। জানা গেছে রবিবার মার্কিন প্রেসিডেন্টও সিঙ্গাপুরে পৌঁছাবেন। আমেরিকা এবং তার মিত্রদেশগুলো চাইছে, তাদের এই বৈঠকের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রম বন্ধ করার ঘোষণা আসুক। তবে এই ব্যাপারে আগেই আশঙ্কা প্রকাশ করেছে জাপান। আমেরিকার পক্ষ থেকেও বলা হয়েছে, পরমাণু অস্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে উত্তর কোরিয়ায়।