বিয়ের আগেই শশুরের ১০ নম্বর জার্সি গায়ে উঠলো হবু জামাইয়ের
কলকাতা টাইমসঃ
বিয়ের আগেই শশুরের ১০ নম্বর জার্সি গায়ে উঠলো হবু জামাইয়ের। পাকিস্তান ক্রিকেট দলের তরুণ পেসার শাহিন আফ্রিদির সঙ্গে আজই ঘটে গেলো এই চমকপ্রদ ঘটনা। প্রসঙ্গত, ইতিমধ্যেই আফ্রিদি জানিয়ে দিয়েছেন, তার বড় মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে শাহিন আফ্রিদির। এ বছরই তাদের বাগদান সারার কথা।
জাতীয় দলে হবু শ্বশুরের জার্সি গায়ে তোলার আমন্ত্রণ পেয়ে বিস্ময়ের অন্ত নেই ২১ বছর বয়সী এই পাক ক্রিকেটারের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সিটি পরেই খেলবেন শাহিন। যদিও কোনো ম্যাচ না খেলেই ফায়ার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। এতদিন শাহিনের জার্সি নম্বর ছিল ৪০। আপ্লুত শাহিন টুইটে জানান, “এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এই জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। আমি কৃতজ্ঞ।”