ঠোঁট রাঙানোর আগে দেখে নিন রাশি, পাল্টে যাবে কপাল
কলকাতা টাইমস :
বাইরে গেলেই ঠোঁটে একটু লিপস্টিকের টাচ। লিপস্টিক প্রত্যেক মেয়েরই প্রিয় বন্ধু। কমবেশি সব মেয়েরাই মেকআপ করতে ভালোবাসে। নিজের রূপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে কোনো কিছুই বাদ রাখেন না। তবে মেকআপ করার সময় দিনক্ষণ বুঝে শুনে, তবেই মেকআপ করতে হয়। সব সময় তো আর একরকম মেকআপ করা যায় না। আবার সকলকে একই মেকআপে ভালোও লাগে না। থাকে কিছু পার্থক্য। ঠিক তেমনই রাশি অনুযায়ী সকলের জন্য লিপস্টেকের রং এক নয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজে বা বিশেষ অনুষ্ঠানে কোন লিপস্টিকের রং আপনার জন্য লাকি, জানেন কি?
মেষ : আপনার জন্য লাকি লিপস্টিকের রং লাল। তা ছাড়াও পরতে পারেন বাদামি ও কমলা রং। লিপস্টিকের গাঢ় রং আপনার জন্য সেরা। সম্ভব হলে এড়িয়ে চলুন হালকা গোলাপি রং।
বৃষ : বেবি পিঙ্ক। আপনার জন্য লাকি কালার। তা ছাড়াও বেগুনি, খয়েরি ও প্যাস্টেল শেডের লিপস্টিক পরতে পারেন। লাল রং এড়িয়ে চলাই ভালো। নয়তো আপনার মধ্যে নেতিবাচকতা আসতে পারে।
মিথুন : কমলা রং আপনার জন্য লাকি। গোল্ডেন ব্রাউন কালারও পরতে পারেন। তবে লাল একেবারেই নয়।
কর্কট : হালকা ব্রাউন রং আপনার জন্য সেরা। মেটালিক রং নিয়েও এক্সপেরিমেন্ট করতে পারেন। এড়িয়ে চলুন প্যাস্টেল শেড।
সিংহ : আপনার জন্য লাকি কমলা শেডের লিপস্টিক। এ ছাড়াও গাঢ় লাল, পার্পল, কোরাল বা মেটালিক শেডের লিপস্টিকেও ঠোঁট রাঙাতে পারেন। ফ্যাকাশে বা প্যাস্টেল রং এড়িয়ে চলুন।
কন্যা : অর্কিড রং আপনার জন্য লাকি রং। এ ছাড়া খয়েরি, নেভি ব্লু, খাকি, হালকা হলুদ রং নিয়েও এক্সপেরিমেন্ট করতে পারেন।
তুলা : হালকা শেডের লিপস্টিক আপনার জন্য লাকি। হালকা গোলাপি, পার্পল শেডের লিপস্টিক পরতে পারেন।
বৃশ্চিক : গাঢ় গোলাপি বা লাল রং, আপনার জন্য লাকি লিপস্টিকের শেড। তা ছাড়াও বার্গেন্ডি, মেরুন, পার্পল শেডের লিপস্টিক পরতে পারেন। যেকোনো হালকা রং এড়িয়ে চলুন।
ধনু : ঠোঁট রাঙিয়ে ফেলুন পার্পল শেডের লিপস্টিকে। তাতে হালকা রূপালি টাচ রাখতে পারেন। গাঢ় লাল রংয়ের লিপস্টিক না পরাই ভালো।
মকর : বেগুনি রংই আপনার জন্য লাকি শেড। মেটালিক ভায়োলেট ছাড়া অন্য কোনোরকম আপনার জন্য লাকি নয়।
কুম্ভ : খয়েরি বা ব্রোঞ্জ শেডের লিপস্টিক আপনার জন্য সেরা। এড়িয়ে চলুন কমলা রংয়ের লিপস্টিক।
মীন : অ্যাকোয়া ব্লু আপনার জন্য লাকি। বেগুনি রংয়ের লিপস্টিকও পরতে পারেন। এড়িয়ে চলুন গাঢ় শেডের লিপস্টিক।