January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বিলাসবহুল ফ্লাইটে কি না ভিক্ষাবৃত্তি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সচরাচর বাস বা ট্রেন বা সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির মাঝে কিছু মানুষকে ভিক্ষবৃত্তি করতে দেখা যায়। তাই বলে বিলাসবহুল ফ্লাইটে কি না ভিক্ষাবৃত্তি! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট হয়, যেখানে দেখা যাচ্ছে ফ্লাইটের মধ্যেই হঠাৎ এক ব্যক্তি হাতে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে সহযাত্রীদের দিকে এগিয়ে যাচ্ছেন। কেবিন ক্রুরা কিছু বুঝে ওঠার আগেই তিনি সহযাত্রীদের থেকে হঠাৎ ভিক্ষা চাওয়া শুরু করেন। প্রথমবার এমন অদ্ভুত ঘটনা দেখে সেই মুহূর্তেই ভিডিও করা শুরু করেন কয়েকজন সহযাত্রী। ঘটনাটি ঘটে কাতারের রাজধানী দোহা থেকে ইরানের শিরাজ শহরে যাওয়া একটি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে তথাকথিত ভিখারি ও কেবিন ক্রু উভয়েই ইরানি ও ফার্সি ভাষায় বাক্য বিনিময় করছিল। যাত্রীরা তাঁর ভিক্ষার ব্যাগে টাকাও দিচ্ছিলেন। কিছু যাত্রী হাতে টাকা নিয়ে অপেক্ষাও করছিলেন। কিন্তু তার আগেই কেবিন ক্রুরা এসে বাধা দিলে তখনকার মতো ওই ব্যক্তি থেমে যান। কেবিন ক্রু রা সরে যেতেই আবারও এক যাত্রী তাঁকে ডেকে কিছু টাকা হাতে গুঁজে দেন। ভিডিওটিতে দেখা যায় একাধিক এয়ার হস্টেস তাঁকে অনুরোধ করছেন নিজের আসনে ফিরে যাওয়ার জন্য।

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। দোহা থেকে সিরাজ শহরের বিমানের ভাড়া প্রায় ৬০ হাজার টাকা। সেই অর্থ খরচ করে যিনি বিমানে চড়েছেন তিনিই কি না বিমানের সহযাত্রীদের থেকে সাহায্য চাইছেন। আর সহযাত্রীরাও তাঁকে নির্দ্বিধায় সাহায্য করছেন। ব্যক্তি আদতে একেবারেই দরিদ্র নন। কেনই বা তিনি বিমানে ভিক্ষা করছিলেন সে বিষয়েও কিছু জানা যায়নি।

 

Related Posts

Leave a Reply