আইপিএলের আসর বসলেই ঘুম উবে যায় ‘ব্যাটম্যান’ আসলামের !
নিউজ ডেস্কঃ
ক্রিকেটারদের কাছে তার পরিচয় ‘ব্যাটম্যান’ হিসেবে। ব্যাটসম্যানদের ‘ব্যাট’ রক্ষা করেন তিনি। জরুরি প্রয়োজনে দ্রুত ক্রিকেট ব্যাট ঠিক করে দিতে হবে’- এমন আবদার কাম অর্ডার আসলে নিমেষে ক্রিকেট ব্যাট হাতে নিজেই তা মেরামত করতে বসে যান আসলাম চৌধুরি। দক্ষিণ মুম্বাইয়ের ব্যাট প্রস্তুতকারক দোকান আসরাফ ব্রাদার্সের মালিক ৬৫ বছর বয়সী এই খ্যাতনামা ব্যাট প্রস্তুতকারক। আইপিএল এলে তার দম ফেলার ফুরসৎ থাকে না। চলতি আইপিএলের একাদশতম আসরেও একই রকম ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আসলাম।
শচীন টেন্ডুলকার থেকে ক্রিস গেইল, স্টিভেন স্মিথ থেকে ফাফ ডুপ্লেসিসের মতো আইপিএলে খেলা তারকা ক্রিকেটারদের ব্যাট সারিয়ে দিয়েছেন এই ‘ব্যাটম্যান’। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনির তিনটি ব্যাট ঠিক করতে ব্যস্ত আসলাম। আইপিএলের সময়ে তার ব্যস্ততা প্রসঙ্গে বলতে গিয়ে আসলাম বলেন, ‘আইপিএলে সবাই ব্যাটিং ঝড় দেখতে চান। ব্যাটসম্যানরাও গায়ের জোরে মাঠের বাইরে ছক্কা হাঁকাতে চান। পুরনো দিনের মতো এখনকার ব্যাটগুলো তেমন মজবুত হয়না বলে অনেক ক্ষেত্রেই ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সেই ভাঙা ব্যাট সারিয়ে দেওয়ার অর্ডার আসলে সেটা দ্রুত মেরামত করে দিতে হয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে ক্রিকেটারদের এক শহর থেকে ছুটে যেতে হয় অন্য শহরে। তাই ব্যাট মেরামতির জন্য কেউই যথেষ্ট সময় দিতে চান না। আইপিএলের সময়ই তাই আমাদের ব্যস্ততা তুঙ্গে থাকে। ডেডলাইন মেনে সবার ব্যাট সঠিক সময়ে সারিয়ে দিতে হয়।’