November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

করোনা আবহে, ভদকায় গলা ভিজিয়ে তুমুল ফুটবলে মজে বেলারুশ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, বেশি করে ভদকা খান। দেশের জনগণকে এমনটাই নিদান দিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। করোনাভাইরাস নিয়ে মোটেও চিন্তিত নন বেলারুশের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে আতংকের আবহেই সেদেশে চালু রয়েছে ফুটবল প্রিমিয়ার লীগ। প্রসঙ্গত, ৯৫ লাখ মানুষের এই দেশে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১০০ জন। তবে মৃত্যুর কোনো খবর নেই এখনো।

বেলারুশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র আলেক্সান্দর অ্যালেইনিক জানান, ‘করোনা প্রতিরোধে আমরা সবরকম সতর্কতা গ্রহণ করেছি, একই সঙ্গে ফুটবল চলতে থাকবে।’ গত শনিবার বেলারুশ প্রিমিয়ার লিগে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরমধ্যে একটি ডার্বিও ছিলো। বেলারুশের রাজধানী মিনস্কে অনুষ্ঠিত হওয়া ডার্বি ম্যাচটি দেখতে প্রায় ৩ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন সেদিন।

Related Posts

Leave a Reply