ব্রাজিলকে হারিয়ে এখন বেলজিয়াম খেলোয়াড়দের বাজার দর ৫৪ কোটি ৭০ লাখ ইউরো !
কলকাতা টাইমসঃ
কোটি কোটি ব্রাজিল ভক্তদের কাঁদিয়ে, তিতের দলকে ২-১ গোলে হারিয়ে দেয় বেলজিয়াম। আর তাতেই বেলজিয়ামের খেলোয়াড়দের দর এখন ক্রমশই বেড়ে চলেছে। দাম বাড়ার তালিকায় সবার র্শীষে স্থান করে নিয়েছে বেলজিয়ামের পক্ষে জয়সূচক গোল করা খেলোয়াড় ডি ব্রুইন। আবার আলোচনায় না থাকা খেলোয়াড়দের দরও উর্দ্ধমুখী।
খেলোয়াড়দের দরের যে তালিকা পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে রেড ডেভিলদের গোটা টিমের দর উঠেছে ৫৪৭ মিলিয়ন ইউরো (৫৪ কোটি ৭০ লাখ ইউরো)।
বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোলটি করার পর ডি ব্রুইনের দর উঠেছে সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ইউরো। ১১০ মিলিয়ন ইউরো নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এডেন হ্যাজার্ড। আর ৯০ মিলিয়র ইউরো নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লুকাকু। দুর্দান্ত পারফরমের পর গোলরক্ষক থাবিও কুরতোয়ার দর উঠেছে ৬০ মিলিয়ন ইউরো, ৪০ মিলিয়ন ইউরো নিয়ে এর পরেই রয়েছে আলদেরওয়ার্ল্দ, ভারতোগেনের দর উঠেছে ৩২ মিলিয়ন ইউরো, উইসেলের দর ১৮ মিলিয়ন ইউরো, মুইনারের দর ১৫ মিলিয়ন ইউরো। এছাড়া অধিনায়ক ডিফেন্ডার কোম্পানির দর উঠেছে ১০ মিলিয়ন ইউরো, চাদিলের দর ১০ মিলিয়ন ইউরোতে ঠেকেছে। তবে মাঠ দাঁপিয়ে বেড়ানো ফেলাইনির দর উঠেছে মাত্র ১২ মিলিয়ন ইউরো।