বিশ্বাস করুন, ইনিই পেলেন সেরা মায়ের পুরস্কার !
কলকাতা টাইমসঃ
এই বছর ‘নারী দিবসে’ সেরা মায়েদের সন্মান জানিয়েছে ভারত সরকার। সেই ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছেন প্রাক্তন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আদিত্য তিওয়ারি। যে কোনো বাবাও যে প্রয়োজনে ‘মা’ হয়ে উঠতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই যুবক। একসময় চাকরি ছেড়ে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশু ‘অবিনাশ’ এর দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। এরপর থেকে আরও অসংখ্য এই ধরণের শিশুর অধিকার রক্ষায় রাস্তায় নেমেছে আদিত্য।
গতকাল আরও কয়েকজনের সাথে সেরা মায়ের সম্মান পেয়েছেন আদিত্য। পুরস্কার পেয়ে আদিত্য বলেন, দেড় বছর আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে অবিনাশের দায়িত্ব পেয়েছি। তারপর আমিই ওর মা, আমিই ওর বাবা। কীভাবে এদের বড় করতে হবে, সে কথা বলার জন্য জাতিসংঘেও আমন্ত্রণ জানানো হয় তাকে।