স্ত্রীকে ধরে পেটালেন বেন স্টোকস !

কলকাতা টাইমসঃ
এবার স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠলো ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর বেন স্টোকসের বিরুদ্ধে। ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারির ঘটনার ফলে যার ক্রিকেট ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়েছিলেন স্টোকস। সেখানেই বিতর্কে জড়ান তিনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রীর গলা এক হাত দিয়ে চেপে ধরে আছেন স্টোকস।
অন্যদিকে, ছবি নিয়ে উল্টো গাইলেন স্টোকসের স্ত্রী ক্লারা। ক্লারার দাবি, এটা নিছকই মজা ছিল। মাঝেমধ্যে স্বামীর মুখ চেপে ধরে এমন মজা করেন তিনিও। স্টার্ক পত্নী লেখেন, ‘আমি আর বেন একজন আরেকজনের মুখে এমন করে চেপে ধরি অনেক সময়। এটা আমাদের ভালোবাসা। অথচ পাপারাজ্জিরা এটাকে মজার গল্প বানিয়ে ছাড়লো! এই ঘটনার ২০ মিনিট পর কিন্তু আমরা বেশ রোমান্টিকভাবেই ম্যাকডোনাল্ডসে খেতে গিয়েছিলাম।’