বিশ্বের ২২৮ মিলিয়ন মানুষের প্রথম ভাষা বাংলা
কলকাতা টাইমসঃ
বিশ্বের ২২৮ মিলিয়ন মানুষের প্রথম ভাষা বাংলা। ক্রমসংখ্যা অনুসারে এই ভাষার স্থান ষষ্ঠ। জার্মানির এক সংস্থা স্ট্যাটিস্টার পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। তাদের মতে মোট ২২ কোটি ৮০ লাখ মানুষের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। তাদের পরিসংখ্যান বলছে, বিশ্বে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় চীনা ভাষা বা মান্দারিন। প্রায় ১,৩১১ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ। ৪৬০ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন। ইংরেজি ভাষার অবস্থান তৃতীয়। ৩৭৯ মিলিয়ন লোক কথা বলেন এই ভাষায়। এরপরই রয়েছে হিন্দি। এই ভাষায় কথা বলেন ৩৪১ মিলিয়ন মানুষ। আর আরবি ভাষায় কথা বলেন ৩১৯ মিলিয়ন মানুষ। বাংলা জায়গা পেয়েছে এর পর।