করোনার ভ্যাকসিন নিয়ে এক মহিলার ফাঁদে পরে সর্বশান্ত বঙ্গ তনয়
কলকাতা টাইমসঃ
করোনার ভ্যাকসিন প্রতারণায় জড়িয়ে ৫৫ লক্ষ টাকা খোয়ালেন এক বঙ্গবাসী।ফেসবুকে পরিচয় হওয়া এক মহিলার পাল্লায় পরেই আজ সর্বশান্ত হওয়ার উপক্রম ওই ব্যবসায়ীর।নিজেকে স্কটিস নাগরিক হিসেবে পরিচয় দেওয়া এক মহিলার ফাঁদে পড়া ওই ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাসিন্দা। নাম আশিস সাউ।
জানা যাচ্ছে, গত ৬ এপ্রিল নিজেকে আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারি সংস্থার ম্যানেজার পরিচয় দিয়ে আশিসের সঙ্গে ফেসবুকে ভাব জমান ওই মহিলা। গত ২১ জুন ওই তরুণী করোনা ভ্যাকসিনের কাঁচামাল সাপ্লাইয়ের জন্য প্রলুব্ধ করেন আশিসকে। মোটা অংকের লাভের ফাঁদে পা বাড়ান ওই বঙ্গ তনয়। আশিসকে ওই তরুণী জানান, ৬ জুলাই আমেরিকা থেকে একটি বিশেষ ফ্লাইট ভারতে এসে ওই কাঁচামাল সংগ্রহ করবে।
এরপরই মহিলার কথা মতন পর্যায়ক্রমে প্রায় ৫৪ লাখ ৬১ হাজার টাকা প্রতারকদের হাতে তুলে দেন আশিস। বেশ কিছু দিন কেটে গেলেও কাঁচামাল না এসে পৌঁছনোয় তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। তিনি যে তিনটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন সেগুলি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।