কলকাতা টাইমস :
শহরের রাস্তায় বেড়ালেই প্রায় প্রতিদিনই কোনও না কোনও ট্রাফিক সমস্যায় পড়েই থাকেন আপনি। হয় আপনার গাড়ি দাঁড়িয়ে পড়ে কোনও ট্রাফিক জ্যামে, নয়তো গাড়ির শব্দদূষণে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়। তাই শহরের রাস্তায় বেড়ানো লক্ষ লক্ষ মানুষের অসুবিধা নিরসনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ ।আনজ্যাম বেঙ্গালুরু নামে একটি কর্মসূচি শুরু করেছে ওই শহরের ট্রাফিক পুলিশ। খুব সহজেই সাধারণ মানুষ নিজেদের সমস্যা নিয়ে পৌঁছে যেতে পারবেন পুলিশের কাছে। আপনার সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবে তারা।
iambengaluru.co.in বলে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে গিয়েই নিজের সমস্যা জানাতে পারবেন আম জনতা।
রবিবার এক সংবাদমাধ্যম এই কর্মসূচি মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছিল। টুইটারে বেঙ্গালুরুর স্পেশাল কমিশনার (ট্রাফিক) সেলিমকে উপস্থিত করেছিল। বেঙ্গালুরুর মানুষ স্পেশাল কমিশনারের সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছেন। সেখানেই সেলিমকে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন হাজার হাজার মানুষ।