ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ধনকুবের বার্নার আর্নল্ট
কলকাতা টাইমসঃ
ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ধনকুবের হিসেবে উঠে এলো বার্নার আর্নল্টের নাম। ইলন মাস্ককে পেছনে ফেলে ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। তিনি এলভিএমএইচের প্রধান। ৭৩ বছর বয়সী ফরাসি ব্যবসায়ী শিল্প সংগ্রাহক হিসেবেও পরিচিত।
ফোর্বসের তালিকা বলছে, বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০০ কোটি ডলারে। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জেফ বেজোস ও ওয়ারেন বাফেট।