February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

শর্ত লাগান অলিভ অয়েলের এই আশ্চর্য ব্যবহার আপনি আজও জানেন না 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

. শিশুর কোমল ত্বকের জন্য অলিভ অয়েল অত্যন্ত কার্যকর। তাই কোনো প্রসাধনী কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার না করে শিশুকে অলিভ অয়েল ম্যাসাজ করুন।

২. অলিভ অয়েল, ওটমিল ও কিছু ক্রিম একত্রে মিশিয়ে ফেস স্ক্র্যাব হিসেবে ব্যবহার করা যায়।

৩. আপনার বাড়িতে যদি শেভিং ক্রিম শেষ হয়ে যায় তাহলে বিকল্প হিসেবে সামান্য অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

৪. হাতের শক্ত ত্বক নরম করার জন্য নিয়মিত অলিভ অয়েল ম্যাসাজ করুন।

৫. ওয়াক্সের পর ত্বকের অস্বস্তি দূর করার জন্য অলিভ অয়েল ম্যাসাজ করুন।

৬. কোঁকড়া চুল ঠিক করার জন্য রাসায়নিক প্রসাধনী স্প্রে করার বদলে মাখিয়ে নিন কিছু অলিভ অয়েল।

৭. জিপার আটকে গেলে সেখানে সামান্য অলিভ অয়েল লাগিয়ে নিন।

৮. শুধু মানুষ নয়, আপনার পোষা প্রাণীটিকেও খাওয়াতে পারেন সামান্য পরিমাণ (দৈনিক আধাচামচ) অলিভ অয়েল। এতে তার দেহের উজ্জ্বলতা বাড়বে।

৯. অলিভ অয়েলের সঙ্গে সমান পরিমাণ মোম (মৌমাছির) মিশিয়ে তৈরি করতে পারেন লিপ জেল।

১০. চুলের কন্ডিশনারের বিকল্প হিসেবে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এ জন্য চুলে অলিভ অয়েল মাখিয়ে একটি হট টাওয়েলে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। এরপর তা ধুয়ে ফেলবেন।

১১. আপনার কাঁসার জিনিসের সৌন্দর্য ধরে রাখতে তাতে সামান্য অলিভ অয়েল ব্যবহার করুন।

১২. মেকআপ রিমোভার বেস হিসেবে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে।

১৩. চামড়ার জুতা কিংবা ব্যাগের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য তা সামান্য অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করা যেতে পারে।

১৪. শিশুর ন্যাপি র‍্যাশ উঠলে সে স্থানে মালিশ করুন অলিভ অয়েল। এতে দ্রুত আরোগ্য হবে।

Related Posts

Leave a Reply