November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কুকুর থাকলে সাবধান! কেটে ফেলতে হতে পারে হাত-পা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

হিওর এক মহিলা হঠাৎ করেই অসুস্থ্য হয়ে কোমায় চলে যান। পরে অস্ত্রোপচার করে তার দুই হাত ও দুই পা কেটে ফেলেছেন চিকিৎসকরা। জানা গেছে, ওই মহিলা তার পোষা কুকুর সালিভার লালা দ্বারা সংক্রামিত হয়েছিলেন।

স্টার্ক কাউন্টির মারি ট্রাইনার তার স্বামী ম্যাথিউ এর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যারাবিয়ান অঞ্চলে। সেখান থেকে ফিরে আসার পরই শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন মারি।

তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তিনি কোমায় চলে যান। পরে চিকিৎসকরা তার হাত-পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পর মারি বলেন, যখন আমি চোখ খুললাম, আমি বুঝতেই পারছিলাম না যে কোথায় আছি। এটা অত্যন্ত খারাপ একটা মুহূর্ত ছিল, যখন আমি বুঝতে পারলাম যে, আমার হাত-পা কেটে ফেলা হয়েছে। বিষয়টা মেনে নেওয়া আমার কাছে মোটেও সহজ ছিল না।

চিকিৎসকরা বলছেন, মারি তার কুকুর সিলভিয়ার দ্বারা আক্রান্ত হয়েছেন। তিনি যে ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছেন, সেটার নমুনা ওই কুকুরের শরীরেও পাওয়া গেছে। এ ধরনের সমস্যায় পড়েন প্রতি ১০ লাখে একজন মাত্র।

চিকিৎসকরা বলছেন, কুকুরের সঙ্গে খেলাধূলার পর অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। খোলা জায়গায় খালি পায়ে খেলাধুলা করলে সতর্ক থাকা দরকার। এমনকি কুকুর যেখানে হাঁটাচলা করে সেখানে খালি পায়ে না হাঁটা ভালো।

Related Posts

Leave a Reply