ভারতের বিরুদ্ধে এবার যুদ্ধং দেহি ভুটান !
কলকাতা টাইমসঃ
ভারতের বিরুদ্ধে এবার আসরে নামলো ভুটান! চীন এবং নেপালের পর এবার ভারতের সঙ্গে সংঘাতের পথে অবতীর্ণ হলো প্রতিবেশী এই ছোট্ট রাষ্ট্র। ভারতে ঢোকা জলের প্রবাহ বন্ধ করে দিলো ভুটান। যার প্রভাব গিয়ে পড়লো সরাসরি আসামে। প্রতিবাদে পথে নামলো সেখানকার জনগণ। বিশেষজ্ঞদের ধারণা চীনের প্ররোচনাতেই এই পদক্ষেপ করার সাহস পেলো ভুটান। যদিও এই ধরণের কাজের কোনো ব্যাখ্যা দেয়নি প্রতিবেশী এই রাষ্ট্র।
কৃত্রিমভাবে তৈরি এই সেচ খালের ওপর নির্ভরশীল বাকসা জেলার অন্তত ২৬ টি গ্রামের কৃষকরা। ১৯৫৩ সাল থেকে এই খালের জলই তাদের সম্বল। হঠাৎ করে ভুটান সরকার জল সরবরাহ বন্ধ করে দেওয়ায় আসামের বাকসা জেলায় প্রতিবাদে রাস্তায় নামে সেখানকার কৃষকরা। বিগত প্রায় ৭০ বছর ধরে ভুটানের এই জলের ওপরেই নির্ভরশীল মানুষরা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন।