ঘোলা জলে মাছ ধরতে চলে এলো ভুটানও, চাষিদের শুকিয়ে মারার অভিযোগ
কলকাতা টাইমস :
ভুটানের ভারতের বহু পুরানো বন্ধু দেশ বলেই সকলে জানে। মোদী সরকারের সঙ্গেও ভুটানের রাজবংশের সখ্যতা খুবই পোক্ত। কিন্তু সেই ভুয়াটনও চীন-নেপাল-পাকিস্তানের পেছন-পেছন চলে এলো ভারতের বিরুধ্যে ষড়যন্ত্র করতে। এমনটাই দাবি কর্ণাটক কংগ্রেসের। একই দাবি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীরও। ১৯৫৩ সাল থেকে ভূটান সংলগ্ন এলাকার ভারতীয় চাষিরা সেচের জল পেয়ে আসছেন। ভুটানের থেকে এই জল আসে। অভিযোগ সাম্প্রতিক কালে সেই সেচের জল বন্ধ করে দিয়েছে ভূটান। যার ফলে ভারত-ভূটান সীমান্তের ৬ হাজার চাষি প্রবল ক্ষতির মুখে।
ডোকলাম সীমান্ত নিয়ে কার্যত ভূটীনের পাশে দাঁড়িয়ে ভারতীয় সেনা চিনের সঙ্গে লড়েছে। সেই চিনই যখন ভারতের লাদাখ সীমান্তে হামলা করছে, তখন ভূটানের এমন অবস্থানে রীতিমতো হতবাক ভারতীয় কূটনৈতিক মহল। ভুটান -অসম সীমান্তের এই ঘটনায় স্থানীয় চাষিরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সেখানে বক্সা জেলায় চাষের পরিস্থিতি অত্যন্ত খারাপ। ভুটানের তরফে সেচের জল না ছাড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দিল্লি খুব একটা ভালোভাবে নিচ্ছে না।
যদিও ভুটানের তরফে জানানো হয়েছে করোনার সংকটজনক পরিস্থিতি মোকাবিলার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। মহামারীর জেরেই এই ঘটনা ঘটেছে।