দ্বিতীয় বারের জন্য নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা ভান্ডারী
নিউজ ডেস্কঃ
দ্বিতীয় বারের জন্য নেপালের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন বিদ্যা দেবী ভান্ডারি। নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। এর আগে ২০১৫ সালে একবার নির্বাচিত হয়েছিলেন তিনি। নেপালের ইতিহাসে তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট। মঙ্গলবার কাঠমান্ডুর নতুন বানেশ্বর এলাকার ফেডারেল পার্লামেন্ট ভবনে ভোট হয়।
জানা গেছে, ৩৯,২৭৫ ভোট পেয়েছেন বিদ্যা দেবী ভান্ডারি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লক্ষ্মী রায় পেয়েছেন ১১৭৩০ ভোট। নেপালি কংগ্রেস পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন লক্ষ্মী।