February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

ঝরে পড়ল ‘রজনীগন্ধা’  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

লে গেলেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী বিদ্যা সিনহা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মুম্বই-এর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত সপ্তাহে ফুসফুস ও হৃদরোগ জনিত সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের জুহু-র একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ওই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে, ‘রজনীগন্ধা’, ‘পতি পত্নী অর ওহ’, ‘ছোটি সি বাত’ একসময় দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল।

১৫ নভেম্বর ১৯৪৭ সালে বিদ্যা সিনহা জন্মেছিলেন মুম্বইতে। তাঁর পিতা হলেন ভারতীয় ফিল্ম প্রোডিউসার ও সিনেমা পরিচালক মোহন সিনহা-র জামাই প্রতাপ এস. রানা।

১৮ বছর বয়সে মডেলিং -এর মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেন। বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের হয়ে তিনি মডেলিং করেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা হল,’রাজা কাকা (19741১৯৭৪)’। এই সিনেমাতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কিরণ কুমার। এরপর, তিনি বসু চ্যাটার্জী পরিচালিত স্বল্প বাজেটের ছবি ‘রজনীগন্ধা (১৯৭৪)’ করেন। এই ছবির মাধ্যমেই তিনি অভিনয় জগতে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ‘ছোটি সি বাত (১৯৭৫)’, ‘কর্ম (১৯৭৭)’, ‘মুক্তি (১৯৭৭)’, ‘কিতাব (১৯৭৭)’, ‘ইনকার (১৯৭৭)’, ‘পতি পত্নী অর ওহ (১৯৭৮)’, ‘মীরা (১৯৭৯)’, ‘জোশ (১৯৮১)’।

Related Posts

Leave a Reply