ঘরের উঠোনেই ধরাশায়ী নিতিন গডকড়ি, দেবেন্দ্র ফড়নবিশ
কলকাতা টাইমস :
শিবসেনা ভেঙে দু’টুকরো হওয়ায় মহারাষ্ট্রে সরকার তো বানিয়ে ফেলেছে বিজেপি। কিন্তু কংগ্রেস, এনসিপি ও শিবসেনার মহাজোট যে ভালমতো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তার যেন লিটমাস পরীক্ষা হয়ে গেল বৃহস্পতিবার। নাগপুরে আরএসএস তথা সঙ্ঘ পরিবারের সদর দফতর। এই নাগপুরই আবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের রাজনৈতিক দুর্গ। সেই দুর্গে মহাজোটের কাছে ধরাশায়ী হয়ে গেল বিজেপি।
মহারাষ্ট্র বিধান পরিষদের নাগপুর আসনে বিজেপির প্রার্থী নাগো গানারকে পরাস্ত করে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী সুধাকর আডবালে। এই সুধাকর হলেন উদ্ধব ঠাকরের অনুগামী। তাঁর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল শিবসেনা ভেঙে বেরিয়ে যাওয়া একনাথ শিণ্ডের শিবির। কিন্তু দেখা গেল, জোটের কাছে টিকতে পারল না মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী একনাথের শিন্ডের রসায়ন।
মহারাষ্ট্র বিধান পরিষদে ৫ টি আসনের মেয়াদ শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি। তার আগে সোমবার ভোট হয়েছিল। সেই ভোটেই এই অস্বস্তির মুখে পড়তে হয়েছে মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি-একনাথ জোটকে।
নাগপুরের পাশাপাশি এই ভোটে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে নাসিক আসনে। সেখানে কংগ্রেসের তিন বারের সদস্য সুধীর টাম্বলেকে প্রার্থী করেছিল দল। কিন্তু সুধীর মনোনয়ন প্রত্যাহার করে নেন। পরিবর্তে তাঁর ছেলে সত্যজিৎ নির্দল প্রার্থী হন। কংগ্রেস অবশ্য দুজনকেই সাসপেন্ড করেছে। কিন্তু এখনও পর্যন্ত গণনায় দেখা যাচ্ছে সত্যজিৎই এগিয়ে রয়েছে।