January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

‘বিগ বস’ -১২ কী এবার চূড়ান্ত অ্যাডাল্ট হতে চলেছে !  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বরাবরই বিতর্কিত ও আলোচিত শো ‘বিগ বস’। ভারতীয় টেলি শো’গুলোর মধ্যে সবচেয়ে সমালোচিতও বটে। ১১টি সিজন পেরিয়ে ‘বিগ বস’ এবার পা দেবে ১২তম সিজনে। আর এই সিজনেই শো’টিতে আনা হচ্ছে কিছু অভিনব ভাবনা।

বিগ বস ১১ খুব একটা জমেনি, টিআরপি তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা স্পর্শ করেনি। তাই এবার নতুন সিজনকে আরেকটু বোল্ড করার কথা ভাবছেন এর নির্মাতারা। ভাবছেন কিভাবে আরেকটু আকর্ষণীয় করা যায়। এবারও শো’টির হোস্ট থাকছেন সালমান। এবার নির্মাতারা খুঁজছেন সত্যিকারের বিতর্কিত কিছু প্রতিযোগীকে।

সূত্রের খবর, কিছু বিতর্কিত কাপলদের এবারের শো’তে নিয়ে আসার কথা রয়েছে। যেমন সমকামী কাপল, অ্যাডাল্ট সার্ভিসের সাথে জড়িত কাপলরাও অংশ নেবেন বলে জানা গেছে। সবদিক দিয়ে পুরোপুরি বিতর্কিত করার সব উপাদানই এবারের শো’তে রাখা হয়েছে। অন্য একটি সূত্র বলছে, ‘টাইগার জিন্দা হ্যায়’-এ সালমানের কো-স্টার ক্যাটরিনা কাইফ নতুন এই শো’টিতে সালমানের কো-হোস্ট হতে পারেন।

 

Related Posts

Leave a Reply