ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট টিমে বড় চমক
কলকাতা টাইমসঃ
ভারতের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। আর সেই দলে ডাক পেয়েছেন ওপেনার ব্যাটসম্যান মার্কাস হ্যারিস। এছাড়াও দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফাস্ট বোলার ক্রিস ট্রিমেইন।
পাশাপাশি দলে ফিরেছেন ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে আরব আমিরশাহিতে খেলা মারসান লাবুশেনশেষ দল থেকে বাদ পড়েছেন । এই দলে মোট পাঁচজন ফাস্ট বোলার থাকছে। উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।
অস্ট্রেলিয়া দল: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, ক্রিস ট্রিমেইন, পিটার সিডল, পিটার হ্যান্ডসকম্ব।