ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন বিল গেটস !
নিউজ ডেস্কঃ
বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করলেন। সম্প্রতি গেটসের সঙ্গে এক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে হঠাৎ করেই হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টা হিসেবে বিল গেটসকে চাকরির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস নিজেই এই তথ্য জানিয়েছেন। গত ১৫ মার্চ বিল গেটসের সঙ্গে ট্রাম্পের ৪০ মিনিটের ওই বৈঠকটি হয়। সেখানে হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টার শূন্য পদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ট্রাম্প গত বছরের জানুয়ারিতে শপথ নেওয়ার পর থেকে ওই পদ শূন্য রয়েছে।
কোন প্রেক্ষিতে এই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, তাও বর্ণনা করেছেন গেটস। তিনি বলেন, ‘আমাদের একজন বিজ্ঞান উপদেষ্টা থাকা উচিত এমন মন্তব্য করেন ট্রাম্প। এই কথার জবাবে ট্রাম্প আমার কাছে জানতে চান, আমি বিজ্ঞান উপদেষ্টা হতে চাই কিনা?’ নানান অজুহাতে ট্রাম্পের সেই প্রস্তাব এড়িয়ে যান গেটস।