প্রতিদিন ৮ কোটি খরচ করলেও বিল গেটসের ভাড়ার শূন্য হতে লাগবে ২১৮ বছর !
কলকাতা টাইমসঃ
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি প্রতিদিন ৮ কোটি টাকা খরচ করেন, তবে তার যাবতীয় অর্ধ ফুরোতে ২১৮ বছর লেগে যাবে। এক সমীক্ষায় তার ৭৯ বিলিয়ন ডলারের সম্পদ ফুরোনোর এমনই হিসাব পাওয়া গেছে।
জানা যাচ্ছে, বিশ্বে ২০০৯ সালে বিলিয়নেয়ারের সংখ্যা ছিলো ৭৯৩ জন। ২০১৪ সালে যা ১৬৪৫ জনে দাঁড়ায়। এই বিলিয়নেয়াররা তাদের মোট অর্থের ৫.৩ শতাংশ প্রতিদিন শুধু ইন্টারেস্ট হিসাবেই পান। এই হারে বিল গেটস প্রতিদিন ১১.৫ মিলিয়ন ডলার কেবল ইন্টারেস্ট থেকেই আয় করেন।