November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

২০১৯ এর পর দেশজুড়ে এনআরসি তালিকা তৈরী করবে বিজেপি সরকার! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

২০১৯ সালে কেন্দ্রে বিজেপি ফের ক্ষমতায় এলে গোটা দেশেই জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি ওম মাথুর। সোমবার রাজস্থানের জয়পুরের ঝুনঝুনু জেলায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাথুর জানান, ‘গোটা দেশই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। দেশে একটা শহরও নেই যেখানে এই বাংলাদেশিরা অনুপ্রবেশ করেনি। অনুপ্রবেশকারীদের থাকার জন্য দেশকে ধর্মশালায় পরিণত করা হবে না। প্রত্যয়ের সাথে তিনি জানান, ‘২০১৯ সালে লোকসভার ভোটের পর আবার মোদি সরকার ক্ষমতায় আসবে। আর তারপরই গোটা দেশেই এই নাগরিক পঞ্জিকরণ তালিকা তৈরি করা হবে।’

এই ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করে বিজেপির এই বর্ষীয়াণ ও প্রভাবশালী নেতা বলেন, ‘দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার পুত্র রাজীব গান্ধী এনআরসির উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধী তাঁর পরিবারের প্রতি অনুগত নয়, তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রে দশ বছর ক্ষমতায় থাকলেও রাহুল এনআরসি বাস্তবায়নে সাহস দেখাতে পারেনি।’ ওম মাথুরের অভিমত ‘এনআরসি বিজেপি’র উদ্যোগ নয় এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধায়নেই অাসামে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তৈরির পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে।’ বিজেপি নেতার ওই মন্তব্যের পরই দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে।

Related Posts

Leave a Reply