February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মধ্যপ্রদেশে বড়সড় ধাক্কা বিজেপির, সিন্ধিয়া, নরেন্দ্র সিং তোমরদের মত হেভিওয়েটরা ব্যাকফুটে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে মধ্যপ্রদেশের পুর নির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। পুরনিগমের নির্বাচনে গত দু’দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল করল গেরুয়া শিবির। রাজ্যের ১৬টি পুরনিগমের মেয়র পদের ৭টি হাতছাড়া হল বিজেপির (BJP)। এর মধ্যে ৫টি জিতেছে কংগ্রেস। একটি জিতেছে আম আদমি পার্টি। একটি জিতেছেন নির্দল প্রার্থী।
শেষবার মধ্যপ্রদেশের পুর নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেবারে এই ১৬টি মেয়র পদেই জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। কিন্তু এবারে তাঁরা আটকে গেল ৯টি আসনেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে যে যে আসনগুলিতে বিজেপি পরাস্ত হয়েছে তার মধ্যে রয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘরের মাঠ গোয়ালিয়র, আরেক কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের নিজের গড় জব্বলপুর এবং মধ্যপ্রদেশ বিজেপির প্রদেশ সভাপতি ভিডি শর্মার নিজের কেন্দ্র মোরেনাও। গোয়ালিয়রে কংগ্রেস জিতেছে প্রায় ৫ দশক বাদে। জব্বলপুরেও ২৩ বছর বাদে মেয়র পদ হাতছাড়া হয়েছে বিজেপির।

Related Posts

Leave a Reply