বিজেপির ‘সঙ্কল্প পত্র’
কলকাতা টাইমসঃ
নির্বাচনের কথা মাথায় রেখে তাদের ‘সংকল্প পত্র’ প্রকাশ করলো ভারতীয় জনতা পার্টি। বিজেপির সদর কার্যালয়ে আজ এই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের প্রথম সারির নেতা নেত্রীরা। ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি অর্থাৎ ২০২২ সালের কথা মাথায় রেখে মোট ৭৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
•বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই রাম মন্দির নির্মাণ করা হবে।
•সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স
•দেশের অন্যান্য অংশেও নাগরিকপঞ্জি বাস্তবায়ন
• মুসলিম মহিলাদের ন্যায়বিচার সুনিশ্চিত করা
• প্রতিটি মানুষের বাড়ি থেকে ৫ কিলোমিটারের মধ্যে এটিএম
• সব শিশুর টিকার ব্যবস্থা
• ২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা
• প্রতি ১০০ জনে এক জন চিকিৎসক তৈরি
• চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন
• ৭৫টি মেডিক্যাল ও স্নাতকোত্তর মেডিক্যাল কলেজ তৈরি
• জাতীয় সড়ক দ্বিগুণ করা
• সব বাড়িতে শৌচালয়, পানীয় জল পৌঁছানো
• ১০০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো
• গ্রামের গরিব মানুষদের আরও বেশি করে এলপিজি সংযোগ
• আইন কলেজগুলিতে আসন আরও বাড়ানো হবে
• কেন্দ্র ও রাজ সরকারগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানো
• কৃষকদের পেনশনও দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা শুধু গরিব কৃষক নয়, সব কৃষকই পাবেন।
• ২৫ লক্ষ কোটি গ্রামীণ উন্নয়নে খরচ করা
• অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা
• নাগরিকপঞ্জী সংসদের দুই কক্ষেই পাশ করব এবং দেশে কার্যকর
• সারা বিশ্বে ভারতকে তিন নম্বর শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা