ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকলে জানান দেবে ‘ব্লাড টেস্ট’ !
কলকাতা টাইমসঃ
এবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকলেই জানান দেবে ব্লাড টেস্ট। এমনই অভিনব পরীক্ষার সফল নিরীক্ষণের কথা জানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো আমেরিকা। মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস-এর এই দাবি ঘিরে ব্যাপার আগ্রহ তৈরী হয়েছে চিকিৎসা বিজ্ঞান মহলে। তাদের দাবি, মানবশরীরে ক্যানসার বাসা বাঁধার আগেই রক্তপরীক্ষার তার পূর্বাভাস দেওয়া সম্ভব।
এনএইচএসের তরফে জানানো হয়েছে, ক্যানসার আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে এমন ৫০ উর্ধ ব্যক্তিদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে।ইতিমধ্যেই ২,৮২৩ জন ক্যান্সার আক্রান্ত এবং ১২৫৪ জন সম্ভাব্য মানুষের ওপর এই ধরণের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। মার্কিন সংস্থা ‘গ্রেল’-এর তৈরী এই অভিনব রক্তপরী এবার আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়া হবে আমেরিকাজুড়ে। দেশের মাটি ছেড়ে খুব শীঘ্রই ইংল্যান্ডেও এই ট্রায়াল শুরু করা হবে বলে জানিয়েছে এনএইচএস।