গ্যাঁটের কড়ি খসিয়ে ‘ভেরিফায়েড’ টুইটার হ্যান্ডল পেলেন যীশুখ্রীষ্ট
কলকাতা টাইমস :
মালিকানা হাতে পেয়ে টুইটারে একাধিক বদল এনেছেন ইলন মাস্ক । তার মধ্যে যেমন বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই রয়েছে, তেমনই রয়েছে নয়া ব্লু-টিক পলিসি। টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড হ্যান্ডেল পেতে গেলে গাঁটের কড়ি খসাতে হবে। আর সেই নতুন নিয়ম চালু হওয়ার পরেই এমন একজন ভেরিফায়েড হ্যান্ডলের মালিক হলেন, যাঁকে দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
সম্প্রতি একটি টুইটার হ্যান্ডেল ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যার মালিক নাকি স্বয়ং যীশুখ্রীষ্ট ! শুধু তাই নয়, একদা টুইটারে আজীবনের জন্য নির্বাসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড হ্যান্ডলও ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। এছাড়াও দেখা মিলছে গেমিং ক্যারেক্টার সুপার মারিওরও। এই সমস্ত হ্যান্ডলেই দেখা যাচ্ছে ব্লু-টিক। আর তারপর থেকেই নয়া ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনরা।