বলিউডে ড্যান্সারদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ !
কলকাতা টাইমসঃ
যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলন #মি টু এর ধাক্কায় যখন কাঁপছে বলিউড, এর মধ্যেই মহিলা ড্যান্সারদের জোর করে দেহব্যবসায় নামানো ও পাচারের অভিযোগ উঠল ইন্ডাস্ট্রির এক কোরিওগ্রাফারের বিরুদ্ধে। সম্প্রতি কানাডা সরকার এক মহিলা ডান্সারকে সেখান থেকে ফেরত পাঠায়। অভিযোগ, তাঁকে জোর করে কানাডায় দেহ ব্যবসায় নামানো হয়েছিল। সেদেশের পুলিশ তাকে উদ্ধার করে ভারতে পাঠিয়ে দেয়। এর পরই প্রকাশ্যে আসে এই ঘটনা।
পরে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। সেখানেই উঠে আসে বলিউডের কোরিওগ্রাফার অ্যাগনেস হ্যামিলটনের নাম। অভিযোগ, ড্যান্সারদের বিভিন্ন অ্যাসাইনমেন্টে পাঠাতেন অ্যাগনেস। সেখানেই জোর করে দেহব্যবসায় নামানো হতো ওই মহিলাদের। কেনিয়া, বাহরিন ও দুবাইতেও অনেক মহিলাকেই এভাবে পাঠিয়েছে অ্যাগনেস। বাইরে মুখ খুললে তাঁদের ফাসিয়ে দেওয়া হবে বলেও ভয় দেখাতেন তিনি। প্রত্যেক মহিলা প্রতি ৪০ হাজার টাকা নিতেন অ্যাগনেস। অভিযোগ সামনে আসার পর অ্যাগনেসকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশে ঠিক কতজনকে তিনি পাচার করেছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।