January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন

DSXহলিউডের ছবি মাতাবে বলিউড বাদশাহের গান

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

রণবীর সিংয়ের পর এবার বলিউড বাদশা শাহরুখ খান। হলিউড ছবি ‘ডেডপুল-টু’ জুড়ে থাকছে বলিউডি আমেজ। ‘ডেডপু- টু’র হিন্দি ট্রেলারে রণবীরের ডাবিংয়ের পর এবার শোনা যাচ্ছে, দোপিন্দারের ক্যাবে বাজবে শাহরুখের সিনেমার গান।

সুপারহিরো ‘ডেডপুল-টু’ ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল দোপিন্দার৷ যে পেশায় একজন ক্যাব ড্রাইভার৷ তারই ট্যাক্সিতে বাজবে শাহরুখ খানের মুভি ‘স্বদেশ’-এর গান৷

এর আগেও ‘ডেডপুল’র প্রিক্যুয়েলে দোপিন্দারের ট্যাক্সিতে বলিউডে ‘শ্রী ৪২০’ ছবির ‘মেরা জুতা হ্যয় জাপানি’ গানটি বেজেছিল৷ এবার ‘স্বদেশ’ ‘ইউহি চাল্লা চাল রাহি’ গানটি বাজবে ‘ডেডপুল-টু’র ক্লাইম্যাক্সে৷

‘দোপিন্দার’র ভূমিকায় রয়েছেন করণ সোনি। এছাড়া এই ছবিতে ডেডেপুলের ভূমিকায় রয়েছেন রায়ান রেনল্ডস, ভিলেন ‘কেবেল’র চরিত্রে জশ ব্রলিন৷ এবং অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন মরেনা ব্যাকারিন, ব্রায়না হিল্ডারব্র্যান্ড৷

Related Posts

Leave a Reply