এবার লখনউ পুলিশের যাঁতাকলে বলিউড গায়িকা কণিকা কাপুর
কলকাতা টাইমসঃ
গোটা বিশ্ব যখন করোনায় কাবু ঠিক সেই সময়েই লন্ডন থেকে ভারতে ফিরে প্রবল সমালোচিত হন বলিউড গায়িকা কণিকা কাপুর। এরপর করোনা ধরা পড়ার পর তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। শরীরে ভাইরাস নিয়েই ঘুরে বেড়ানোর অভিযোগ ওঠে যত্র তত্র। এমনকি চিকিৎসা শুরু হওয়ার পর হাসপাতালে গিয়েও নানান অপ্রীতিকর কান্ড ঘটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেখানে তারকাসুলভ সুযোগ সুবিধা দাবি করে রীতিমতন তোলপাড় করেন হাসপাতাল।
এই ঘটনার পর কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, সংক্রামক ব্যাধি ছড়ানো এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করে লখনউ পুলিশ। করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরার পরই কণিকার কাছে পৌঁছলো পুলিশের নোটিশ। গতকাল অর্থাৎ সোমবারই এই নোটিশ পৌঁছে যায়। তাতে বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে অর্থাৎ ৩০ এপ্রিলের মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব চেয়েছে পুলিশ।