সম্মুখ সমরে দুই ‘বাদশাহ’, তুঙ্গে বি-টাউন
কলকাতা টাইমস :
প্রকাশ্যে অমিতাভ বচ্চনকে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন বলিউডের কিং খান। আর এই নিয়ে বি-টাউনে আলোচনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে শাহরুখ লিখেছেন, ”আমি বদলা নিতে আসছি বচ্চন সাহেব, তৈরি থাকুন”।
শাহরুখের এই টুইটের পাল্টা উত্তর দিতে ভোলেননি অমিতাভ বচ্চনও। তিনি জবাবে লিখেছেন, ”আরে ভাই বদলা নেওয়ার সময় তো পার হয়ে গেছে। এখন তো সবাইকে বদলা দেওয়ার সময় এসেছে।”
ভাবুন দুই কিংএর সম্মুখ সমর । চমকে গেলেন তো ! আসলে বিষয় হল গতকাল মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা ছিল অমিতাভ বচ্চন, তাপসী পান্নু জুটির ছবি ‘বদলা’র ট্রেলার। যে ছবিটি আজুর এন্টারটেইনমেন্ট ও শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছেন।
সুজয় ঘোষ পরিচালিত এই ‘বদলা’ ছবি নিয়ে এভাবে নাটকীয় ভাবে টুইট করেছেন শাহরুখ ও অমিতাভ। পরে অমিতাভ ও তাপসী পান্নুর এই ছবির পোস্টার প্রকাশ করে পাল্টা টুইট করেন শাহরুখ। প্রসঙ্গত, বদলা ছবিটি স্প্যানিস ছবি কন্ট্রাটিয়াম্পো ছবির রিমেক বলে শোনা যাচ্ছে। আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে অমিতাভ-তাপসীর ‘বদলা’ ছবিটি।