বাংলায় আল কায়দার বই ‘দ্য বুক অব জেহাদ’ ! – KolkataTimes
May 6, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাংলায় আল কায়দার বই ‘দ্য বুক অব জেহাদ’ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বাংলায় বই প্রকাশ করে সন্ত্রাসবাদের বার্তা ছড়ানোর চেষ্টায় পাকিস্তানী জঙ্গি গোষ্ঠী আল কায়দা। তাদের শীর্ষ নেতা আনওয়ার আল আওলাকির বিভিন্ন ভাষণ সঙ্কলিত করে বাংলায় ‘দ্য বুক অব জেহাদ’ নামে একটি বই সম্প্রতি প্রকাশ করে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ভারতে আল কায়দার সংগঠন বিস্তারে মূল লক্ষ্য দুটি এলাকা। এক- কাশ্মীর এবং দুই- পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বাংলাভাষী অধ্যুষিত অঞ্চলগুলি। আল কায়দার ভারতে সংগঠন বিস্তারের পরিকল্পনা নিয়ে, ইসরায়েল এবং আমেরিকা আগেই সতর্ক করেছে ভারতকে। আল কায়দার প্রায় এক ডজন বাংলা ওয়েবসাইট বর্তমানে চালু রয়েছে।

 

Related Posts

Leave a Reply