২৯ এর তরুণীর ‘বুকার’ জয় ! অবাক বিশ্ব
কলকাতা টাইমসঃ
‘দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং’ নামক এক বিস্ময়কর উপন্যাসের জন্য এবছর বুকার জিতে নিলেন মার্কি লুকাস রিনভেল্ড। মাত্র ২৯ বছর বয়সী নেদারল্যান্ডের এই তরুণীর বিশ্বজয়, খুব স্বাভাবিক ভাবেই তাক লাগিয়েছে বিশ্বকে। ডাচ ভাষায় লেখা এই বইটির ইংরেজি অনুবাদ করেছেন মিশেল হাচিসন।
বিশ্বের সবচেয়ে কমবয়সী বুকারজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখালেন রিনভেল্ড। একই সঙ্গে তিনিই নেদারল্যান্ডের প্রথম বুকারজয়ী রাইটার। ৩০টি ভাষার মোট ১২৪টি বই বেছে নেওয়া হয় রিজনভেল্ডের ‘দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং’। উপন্যাসটি নেদারল্যান্ডসে বেস্ট-সেলার হয়। সেদেশে বইটিকে ‘বিস্ময়কর’ হিসেবে উল্লেখ করা হয়।