সীমান্ত পরিস্থিতি সংকটজনক: মেনে নিলো ভারত
কলকাতা টাইমসঃ
অবশেষে ভারত-চীন সীমান্ত পরিস্থিতির চূড়ান্ত সংকটের কথা মেনে নিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা পরিবর্তন করার বিষয়টি ভারতের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। সীমান্ত বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির প্রতি চীনকে শ্রদ্ধাশীল থাকার কথাও মনে করিয়ে দেন তিনি। জয়শঙ্কর বলেন, ‘বিগত তিন দশক সব ঠিক ঠাকই ছিলো, কিন্তু অতিমারী ছড়িয়ে পড়ার পর থেকেই ভারত-চীন দ্বৈত সম্পর্কে গভীর সঙ্কট তৈরি হয়েছে।’
প্রসঙ্গত, গত জুন মাসের সীমান্ত সংঘর্ষের পর থেকেই চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয় জনগণ।সরকারি তরফেও শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ভারত সফরে এসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও পরিষ্কার জানিয়ে দেন, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটন সব সময়ই নয়াদিল্লির পাশে থাকবে। যে কোনও রকমের ‘বিপদ’ থেকে রক্ষা করতে একযোগে কাজ করবে দুই দেশ।