বরিস জনসন তার ছেলের নামের সঙ্গে জুড়ে দিলেন জীবন রক্ষাকারী ২ চিকিৎসকের নাম
কলকাতা টাইমসঃ
গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দিন দশেক পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার করোনা মুক্তির পর বাড়িতে ফিরে আসেন বরিস। ফায়ার এসে তিনি নিজেই জানান, তার বাঁচার আশা প্রায় ছিল না। এমনকি চিকিৎসকরাও সেই আশা নাকি ছেড়ে দিয়েছিলেন। মৃত্যু মুখ থেকে ফেরার পরই বেক পুত্র সন্তানের জন্ম দেন তার বান্ধবী।
প্রসঙ্গত, ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ছেলের নাম রাখেন উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন। এই নামের পিছনেও রয়েছে নিজের করোনা মুক্তির ইতিহাস। সূত্রের খবর, এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে দুই চিকিৎসকের নাম। যাদের প্রাণপণ লড়াই জীবন ফিরিয়ে দিয়েছে বরিসকে। পুত্রের নামের ‘নিকোলাস’ শব্দটি রেখেছেন ড. নিক প্রাইস এবং ড. নিক হার্টের নামানুসারে। যারা লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের দুই চিকিৎসক।