লকডাউনের তোয়াক্কা না করে পার্টি: পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন বরিস জনসন
কলকাতা টাইমসঃ
লকডাউনের তোয়াক্কা না করে পার্টি। অবশেষে পার্লামেন্টে দাঁড়িয়ে তার জন্য ক্ষমা চাইলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এই পার্টি নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন বরিস। জানা যাচ্ছে, লকডাউনের সময়ে ডাউনিং স্ট্রিটে করোনাবিধি ভেঙে পার্টির অভিযোগে বিপাকে পড়েন বরিস জনসন। তিনি পদত্যাগ করতে পারেন বলেও জল্পনা শুরু হয়। সু গ্রে’কে তদন্তের ভার দেন জনসন। সেই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রীর প্রবল সমালোচনা হয়।
রিপোর্টে গ্রে জানিয়েছেন, এই পার্টিগুলোর ক্ষেত্রে ব্রিটিশ সরকারের শীর্ষ স্তরে কর্মরত ব্যক্তিদের যে শৃঙ্খলা মেনে চলা উচিত তা মানা হয়নি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে একাধিক পার্টির অভিযোগ উঠেছে। মূলত অভিযোগের তীর ওঠে ১৩ নভেম্বরের পার্টি নিয়ে। জানা যাচ্ছে, ওই পার্টির আয়োজন করেছিলেন বরিসের স্ত্রী ক্যারি। পার্লামেন্টে বরিস জনসন বলেন, “ডাউনিং স্ট্রিটের ঘটনার জন্য ক্ষমা চাইছি।