অনলাইন শপিংয়ের মাধ্যমেই কিনে নিলেন আস্ত একটি ‘দ্বীপ’ !
কলকাতা টাইমসঃ
অনলাইনে বিজ্ঞাপন দেখেই আস্ত একটি দ্বীপ কিনে ফেললেন ইউরোপিয়ান এক ধনকুবের! লকডাউনের কারণে স্বশরীরে দ্বীপটি চাক্ষুস করারও সুযোগ হয়নি ওই ব্যক্তির। কিন্তু অনলাইন শপিং এর সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাননি তিনি। আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত ‘হর্স দ্বীপ’ নামক দ্বীপটি রোরিং ওয়াটার বে-তে ১৫৭ একর এলাকা জুড়ে বিস্তৃত।
জানা যায়, ভিক্টোরিয়ান যুগে এই দ্বীপে একটি তামার খনি ছিল। একসময় ১৩৭ জন মানুষ সেখানে বসবাস করতেন। আটের দশকে দ্বীপটি প্রথম কিনেছিলেন এক জার্মান ধনকুবের। ২০০৭ সালে হাতবদল হওয়ার পর, ২০১৮ সালে দ্বীপটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়।
দ্বীপটির মূল্য নির্ধারণ করা হয়েছিল মাত্র ৫৫ হাজার পাউন্ড আইরিশ স্টার্লিং। ভারতীয় মুদ্রায় মাত্র ৪৫ কোটি টাকা। দ্বীপের মধ্যে রয়েছে ৭ টি প্রাসাদোপম বাড়ি। রয়েছে হেলিপ্যাড, জিম, টেনিস কোর্ট, একটি প্লে-হাউস থেকে শুরু করে ৩ টি সৈকত। একই সঙ্গে রয়েছে বিস্তীর্ন চাষের জমি।