বার্বনের সাইজে ‘খাঁটো’ ব্রিটানিয়া
হালে এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, বার্বনের মাপ কি কমে গিয়েছে? তাঁর দাবি, আগে বার্বনের স্বাদ অন্য রকম ছিল। এবং বিস্কুটটি আগের তুলনায় কিছুটা বড়ও ছিল।
কিন্তু এই দাবি ভুল— এমনই বলা হয়েছে বার্বন বিস্কুট প্রস্তুতকারী কোম্পানি ব্রিটানিয়ার তরফে। নেটমাধ্যমে কোম্পানিটির তরফে মজা করে লেখা হয়েছে, ‘আমরা জানি, মন আরও বেশি চায়। কিন্তু মাপ একই আছে।’