November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

এই ব্রেসলেট পড়লেই ডেঙ্গু মশা আপনাকে দেখলেই পালাবে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

শার উপদ্রবে জীবন অতিষ্ঠ? ডেঙ্গু, জিকা কিংবা চিকুনগুনিয়ার মত রোগের জীবাণু বহন করে এই ক্ষুদ্র প্রাণীটি। আর এই রোগসমূহে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। মশা মারার কোনো উপায়ই যখন কাজে দিচ্ছে না তখন সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান তৈরি করল এক অভিনব জুয়েলারি, যা পরলেই নাকি মশা পালাবে!

ব্রেসলেট থেকে নেকলেস, সবই পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে। আর মশাবাহী রোগ থেকে বাঁচতে নিজেদের গয়নার বাক্সে নতুন অভিনব জুয়েলারির সম্ভার তৈরি করতে ব্যস্ত সিঙ্গাপুরের বাসিন্দারা।

জানা গেছে, এই জুয়েলারিগুলিতে থাকবে সিট্রোনেলা। মানুষের শরীরের জন্য সিট্রোনেলা মোটেই ক্ষতিকারক নয়। তাই এই জুয়েলারিগুলির নকশায় ব্যবহার করা হয়েছে এই পদার্থ। এমনকি ফুড়িয়ে গেলে ফের রি-ফিল করা যাবে। দামও নাগালের মধ্যে। বাজারে আসার সাথে সাথেই যে সবাই এটি লুফে নিতে চাইবে তাতে কোনো সন্দেহ নেই।

Related Posts

Leave a Reply