একটা মশার কামড়ে বিকল হতে পাড়ে মস্তিস্ক!
কলকাতা টাইমসঃ
একটা মশার কামড়ে বিকল হতে পাড়ে মস্তিস্ক! মশার কামড়ে চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গুর কারণে মৃত্যুর ঘটনা পর্যন্ত অহরহ ঘটছে। বর্তমানে ডেঙ্গু প্রায় মহামারীর আকার নিয়েছে বাংলাদেশে। ছড়াচ্ছে পশ্চিমবঙ্গেও। এরই মধ্যে মশা নিয়ে পাওয়া গেলো ভয়ঙ্কর সংবাদ। ফ্লোরিডায় এক নতুন প্রজাতির মশার সন্ধান পাওয়া গিয়েছে। সেদেশের স্বাস্থ্য মন্ত্রক জানায়, এক বিরল মশাবাহিত রোগের কথা। ওই ভাইরাসের নাম ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস ভাইরাস। যা মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে ধীরে ধীরে মস্তিষ্ক বিকল হতে থাকে।
এমনকি সম্পূর্ণ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে আক্রান্ত ব্যক্তির। যারা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন, তারাও আজ বিকলাঙ্গ। সাধারণত মশার কামড়ের ৪ থেকে ১০ দিনের মধ্যে রোগের লক্ষণ দেখা দেয়। শুরুতে মাথাব্যথা, জ্বর, ঠান্ডা লাগা, বমি বমি ভাব থাকলেও হার্ট অ্যাটাক কিংবা কোমায় চলে যাওয়ার ঘটনাও ঘটতে পারে।