জন্মের আগেই মায়ের গর্ভে ব্রেন সার্জারি সামলালো শিশু
কলকাতা টাইমস :
মায়ের গর্ভে ভ্রূণের হার্টে সার্জারি হয়েছে আগে। কিন্তু মস্তিষ্ক বা ব্রেনে অপারেশন এই প্রথম। এমনিতেও ব্রেন সার্জারি জটিল থেকে জটিলতর বিষয়। আর যেখানে বাচ্চা মায়ের গর্ভে রয়েছে, তার মস্তিষ্ক এমনিতেই অপরিণত। সেই ব্রেনে সার্জারি করা দুঃসাধ্য ব্যাপারই বটে । সামান্য অসতর্কতা ও ভুলে বড় বিপদ হতে পারে মা ও শিশু দু’জনেরই। সেই অসাধ্য সাধনই করেছেন বোস্টন হাসপাতালের ডাক্তাররা।
জন্মের আগেই ক্ষত ধরা পড়েছিল ব্রেনে। আলট্রাসাউন্ড করে ডাক্তাররা দেখেন মস্তিষ্কের রক্তনালিতে অস্বাভাবিকতা আছে। শিশুটি মাতৃগর্ভে। ৩৪ সপ্তাহের গর্ভবতী মা গর্ভপাত করাতে রাজি ছিলেন না। এদিকে ব্রেনের রক্তনালিতে অস্বাভাবিকতা নিয়ে শিশুটি ভূমিষ্ঠ হলে তার শারীরিক ও মানসিক গঠনই সম্পূর্ণ হত না। জন্মের পরে মস্তিষ্ক ও নার্ভের জটিল অসুখ দেখা দিত। তাই গর্ভেই শিশুটির ব্রেনে অপারেশন করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা।
মস্তিষ্কে যে সমস্যা ছিল শিশুটির তাকে চিকিৎসার পরিভাষায় বলে, ‘ভেইন অফ গ্যালেন ম্যালফরমেশন’ । এই অস্বাভাবিকতা ঠিক করতে হলে জটিল ও কঠিন অপারেশন করতে হয়। বাচ্চাটি যাতে জন্মের পরে স্বাভাবিক জীবন পায় তাই দেরি না করেই চরম সিদ্ধান্ত নিয়ে নেন ডাক্তাররা।