January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

নেইমারকে ছাড়াই আজ মাঠে নামছে ব্রাজিল!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সুইজারল্যান্ডের বিরুদ্ধে রবিবার রাত ১২টায় রোস্তভ অন দন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। তার আগেই ব্রাজিল দলের অন্যতম ভরসা নেইমার এখনও একশো ভাগ ফিট হয়ে উঠতে পারেননি জানালেন ব্রাজিল দলের কোচ। তিতের এমন তথ্য প্রথম ম্যাচে নেইমারের না খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। সুইজারল্যান্ড ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে তিতে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ১০০ ভাগ ফিট নয়। কিন্তু সে শারীরিকভাবে বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে। তার দ্রুত উন্নতি ঘটছে, যেটা খুবই আশাব্যঞ্জক।’

তিতে আরও বলেন, ‘নেইমার যে খেলা থেকে হারিয়ে গেছে তা নয়, তবে এই মুহূর্তে পুরোপুরি ফিট নয়। আমি বলছি, সে খুব দ্রুত সেরে উঠবে এবং যথেষ্ট ভালো খেলবে।’ উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে নিজের ক্লাব পিএসজির হয়ে খেলার সময় চোট পান নেইমার। ২৬ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচারের পর মে মাসের মাঝামাঝিত তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

 

Related Posts

Leave a Reply