করোনা কালে নতুন জীবন না সৃষ্টির পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়
সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৩৯ লাখ ১৩৪ জন এবং মারা গেছে তিন লাখ ৭১ হাজার ৮৮৯ জন।
এ পরিস্থিতিতে ব্রাজিলের মহিলাদের উদ্দেশে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে, সম্ভব হলে করোনা মহামারি চলা অবস্থায় গর্ভধারণ থেকে তারা যেন বিরত থাকে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাইমারি হেলথ কেয়ার সেক্রেটারি রাফায়েল কামারা এ পরামর্শ দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ব্রাজিলের নারীদের উদ্দেশে কামারা পরামর্শ দিয়েছেন, সম্ভব হলে আপনারা মহিলারা এই করোনা মহামারির সময়ে গর্ভধারণ থেকে বিরত থাকুন। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে, ততদিন অপেক্ষা করুন- যেন গর্ভধারণে আপনাদের কোনো সমস্যা না হয়।
তবে ৪২-৪৩ বছর বয়সী নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকতে বলেননি তিনি। কম বয়সী নারীদের কাছে এ অনুরোধ জানিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, কম বয়সীরা চাইলে কিছু সময় অপেক্ষা করতেই পারেন।