নাগরিকপঞ্জির পরীক্ষায় বর ফেল, বিয়ে ভাঙলো কনেপক্ষ
কলকাতা টাইমস :
বর কাগজে-কলমে ভারতীয় নাগরিক নয়, তাই বিয়েই ভেঙে দিল কনে পক্ষ। যদিও এতে না দমে পালিয়ে গিয়েছে বর-কোন। আসামের শিলচরের ঘটনা। এখানে ভারতের জাতীয় নাগরিক পঞ্জিকায় (এনআরসি) নাম না থাকায় বরের নাম না থাকায় বিয়ে বন্ধ করে দেয় কনের পরিবার। আর তারপরই উধাও বর-কনে।
শিলচরের নয়াগ্রামের বাসিন্দা দিলওয়ার হুসেন লসকরের সঙ্গে রুবিনার বিয়ে ঠিক হয়েছিল। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। নিজেদের পরিবারের কাছে পরস্পরকে বিয়ে করার অনুমতি চাইলে দুই পরিবারই সম্মতি দেয়।
সেই অনুযায়ী বিয়ের আয়োজনও প্রায় শেষ; আর কয়েকদিন পরই বিয়ের কথা ছিল। কিন্তু হঠাৎ কনের বাবা কুতুব উদ্দিন বারো ভুঁইয়ার মাথায় প্রশ্ন জাগে যে দিলওয়ারের নাম এনআরসি তালিকায় আছে কিনা।
তখন দিলওয়ার জানান, নাগরিকপঞ্জির পরীক্ষায় বর পাশ করতে পারেনি। যদিও চূড়ান্ত এনআরসি তালিকা ৩১ আগস্ট বেরোবে, কিন্তু তার আগেই বিয়ে বাতিল করে দেন কুতুব। তার মেয়ের বিয়ে ভারতের নাগরিক নয়, এমন কারও সঙ্গে তিনি দেবেন না বলে জানান। এরপরই দিলওয়ার ও রুবিনা বাড়ি থেকে পালিয়ে যান। দিলওয়ারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কুতুব।