১৮ বছরের রেকর্ড ভেঙ্গে মাত্র ৮ সেকেন্ডে হলো বিশ্বের দ্রুততম গোল !
কলকাতা টাইমসঃ
১৮ বছরের রেকর্ড ভেঙ্গে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাউদাম্পটনের স্ট্রাইকার শেন লং। ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র ৭.৬৯ সেকেন্ডে ওয়াটফোর্ডের জালে বল পাঠিয়ে বিশ্বের দ্রুততম গোলটি করেন তিনি। ওয়াটফোর্ডের মাঠে খেলতে নেমেছিল সাউদাম্পটন। কিক অফে সতীর্থ ডিফেন্ডার ক্রেগ ক্যাথকার্টকে পাস দিয়েছিলেন ওয়াটফোর্ডের খেলোয়াড়। বা দিক থেকে তখনি দৌড়ে শুরু করেন সাউদাম্পটন স্ট্রাইকার শেন লং। ক্যাথকার্ট এর উঁচু করে দেওয়া বল মাঝমাঠে রিসিভ করেন লং।
গোলরক্ষককে একা পেয়ে বল জালে পাঠিয়ে লিগের ইতিহাসে দ্রুততম গোলটি করে বসেন লং। ম্যাচের সময় তখন ৭.৬৯ সেকেন্ড! তবে আগে গোল করলেও জয় পায়নি সাউদাম্পটন। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। এর আগে ২০০০ সালের ডিসেম্বরে টটেনহ্যামের ডিফেন্ডার লিডলে কিং ব্র্যাডফোর্ডের বিরুদ্ধে ৯.৯ সেকেন্ডে গোল করেন। যা এতদিন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড ছিল। ৩২ বছর বয়সী লং সেই রেকর্ড ভেঙ্গে দিলেন।