কুকুরপ্রেমে ঘর ভাঙল বিজয়ের
কলকাতা টাইমস
পেশায় ভ্যানচালক বিজয় একজন কুকুর প্রেমিক মানুষ।তার এই কুকুরপ্রেমের জন্য তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। তাতেও ভ্রুক্ষেপ নেই তার।
বিজয় সোদপুর গির্জাবাজারের বাসিন্দা।তার উপার্জনের টাকা থেকে পথকুকুরদের প্রতিদিন ১০ থেকে ২০টি করে সন্দেশ, দুপুরে মাংস–ভাত খাওয়ান।
তিনি শুধু কুকুরদের খাওয়ানই না, নিজের হাতে তাদের চিকিৎসাও করেন।
সপ্তাহের প্রতি রোববার সকালে ৩০০ কেজি চাল, ১৫০ কেজি মুরগির মাংস কিনে রান্না করেন বিজয়।তারপর ভ্যানে করে সেই রান্না করা খাবার নিয়ে পানিহাটি পুরসভার ১, ২, ৩, ৪, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের আড়াই হাজার পথকুকুরকে তৃপ্তি সহকারে খাওয়ান।
কুকুরদের খেতে দেয়া হয় শালপাতার থালায়। সঙ্গে থাকে মালসা–ভরা পানি।
বিজয় বলেন, মানুষ বেইমানি করলেও কুকুর করে না।কুকুরদের ওপর নির্মম অত্যাচার বন্ধ করতে কড়া আইনও চান তিনি।