হামলার জন্য ৪ মাস ধরে অনলাইনে বেশ কিছু অস্ত্র কেনে ব্রেন্টন !
কলকাতা টাইমসঃ
অনলাইনে কেনা অস্ত্র নিয়েই নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালায় ব্রেন্টন। এই প্রসঙ্গে ‘গান সিটি’ নামে অনলাইন স্টোরের মালিক এদিন মুখ খোলেন। গান সিটির মালিক ডেভিভ টিপ্পিল বলেন, ‘২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ব্রেন্টন চারটি অস্ত্র তাদের কাছ থেকে কেনেন। তবে তিনি হামলার সময় যে স্বয়ংক্রিয় ‘এমএসএসএ’ অস্ত্রটি ব্যবহার করেছেন তা আমরা তার কাছে বিক্রি করিনি।’
ধারণা করা হচ্ছে একই ভাবে অন্য কোনো অনলাইন স্টোর থেকে ব্র্যান্টন হামলায় ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রটি কিনেছিলো।